শৈলকুপা উপজেলা রাজধানী শহর ঢাকা থেকে প্রায় ২৫০ কি: মি: দুরে অবস্থিত এবং জেলা শহর ঝিনাইদহ থেকে দুরত্ব প্রায় ২২ কি: মি:। রাজধানী ও জেলা শহরের সাধে যাতায়াত মাধ্যম সড়ক পথ। ঢাকা গাবতলী বাস টার্মিনাল থেকে শ্যামলি, জেআর, চুয়াডাঙ্গা ডিলাক্স, পূর্বাশা ইত্যাদি বাসে সরাসরি শৈলকুপা যাওয়া যায়। অথবা ঢাকা থেকে ঝিনাইদহের যে কোন বাসে এসে আরাবপুর থেকে মাহেন্দ্র, বাস, ইজিবাইকে শৈলকুপা যাওয়া যায়।