Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভয়াবহ পারিবারিক দ্বন্দ্বের অবসান
ছবি
ডাউনলোড

দীর্ঘ আড়াই ঘন্টা শুনানী অন্তে এক ভয়াবহ পারিবারিক দ্বন্দ্বের অবসান হলো আজ। বাবা-মায়ের অভিযোগের প্রেক্ষিতে আজ অফিসে শুনানী গ্রহণ করা হয়। পাঁচ বোন, দুই ভাই, বাবা-মা বলা যেতে পারে, সবার সাথে সবার দ্বন্দ্ব। ছেলেদের হাতে বাবা প্রহৃত, ভাইয়ের সাথে বোনদের দ্বন্দ্ব, ভাবীর সাথে ননদদের দ্বন্দ্ব, ছেলের বৌ এর সাথে বাবা-মার দ্বন্দ্ব, মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব। এমনি কারো সাথে কেউ মুখ দেখাদেখি বা কথা-বার্তা নাই! দীর্ঘদিন থেকে এই পরিবারে এই অচলাবস্থা বিরাজ করছে। ২০১০ সাল থেকে এই অবস্থা বেশি খারাপ হয়। দীর্ঘ শুনানী শেষে সকলেই তাদের নিজেদের ভুল বুঝতে পেরে পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনা করে কান্নায় ভেঙ্গে পড়ে। এ ঘটনায় অফিসে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। তারা এখন থেকে সকলে মিলেমিশে বসবাস করতে চায়। এটি দামুকদিয়া গ্রামের আব্দুস সাত্তার মোল্যার পরিবারের ঘটনা।