Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভাগ্যের কি নির্মম পরিহাস!!
ছবি
ডাউনলোড

চা বিক্রেতা বাবার মুখে ফুটলনা হাসি। মেধাবী সন্তান হতে পারত বড় ইঞ্জিনিয়ার, উজ্জল করতে পারত বাবা-মা ও এলাকার মুখ। গরীব বাবা-মা এর একমাত্র সন্তান মোঃ আশরাফুল আলম, পিতা: একরামুল হক, গ্রামঃ মকিমপুর লস্করপাড়া, চাদপুর, হরিণাকুন্ডু ২০০৮ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হয়। ২০০৯ সালে মটরসাইকেল দুর্ঘটনায় সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল মুখোমুখি এসে তার শরীরের উপর দিয়ে চলে যায়। এর পরে সবই দুঃস্বপ্ন। দুই বছর ভারতে চিকিৎসা করিয়ে প্রচুর টাকা খরচ হলেও আর সুস্থ হয়ে উঠা হলোনা। এখনও নাক, মুখ দিয়ে রক্ত বের হয়। সোজা হয়ে চলতে পারে না। সার্বক্ষণিক যন্ত্রণা সহ্য করতে হয়। এখন ঔষধের জন্য প্রতিদিন ১৬০০ টাকা খরচ কে যোগান দিবে! চা বিক্রেতা বাবার পক্ষেতো তা সম্ভব নয়! আশরাফুল আলম বৃহস্পতিবার তাঁর মায়ের সাথে আমার অফিসে আগমন করলে তাঁর এ করুণ কাহিনী জানা যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর চাহিদার তুলনায় যৎ সামান্য সহায়তা করা হয়। আল্লাহ এই পরিবারের প্রতি সহায় হোন! কত সুস্থইনা আমাদের রেখেছেন!