Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

শৈলকুপা উপজেলায় ওয়েব পোর্টালে সবাইকে স্বাগতম। শৈলকুপা উপজেলা (ঝিনাইদহ জেলা)  আয়তন: ৩৭৩.৪২ বর্গ কিমি। অবস্থান: ২৩°৩৪´ থেকে ২৩°৪৬´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০৭´ থেকে ৮৯°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে খোকসা ও কুমারখালী উপজেলা, দক্ষিণে ঝি

নাইদহ সদর ও মাগুরা সদর উপজেলা, পূর্বে পাংশা ও শ্রীপুর (মাগুরা) উপজেলা, পশ্চিমে হরিণাকুন্ড এবং কুষ্টিয়া সদর উপজেলা।   একটি (০১)টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত।

এ উপজেলার নামকরণের কোন সুনির্দিষ্ট ইতিহাস জানা যায় না। তবে লোক মুখে জানা যায় রাজা হরেশ চন্দ্রের কন্যা শৈলবালার সাথে মাসুদ খাঁনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু রাজা তা মেনে না নেওয়ায় তারা উভয়ই পালিয়ে যাওয়ার পথে বর্তমান শৈলকূপা উপজেলার কুমার নদীতে রাজা হরেশ চন্দ্রের লোকেরা মাসুদ খাঁন ও শৈলবালাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ উপজেলার নামকরণ করা হয় ‘শৈলকূপা’। এ উপজেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। শৈলকূপা কৃষি, অর্থনীতি, জীবনজীবিকা, সমাজ, পুরাকীর্তি, প্রত্নতত্ত্ব, ইতিহাস, শিক্ষা,সাহিত্য, ক্রীড়া, সঙ্গীত জাতীয় জীবনের এক অনন্য সম্পদ।  এ এলাকার মানুষ বেশ অতিথি পরায়ন এবং সামাজিক।

তথ্য  প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি বেসরকারি সেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শৈলকুপা উপজেলা অগ্রণী ভূমিকা পালন করবে। আমি এ উপজেলাই যোগদানের পর হতে এলাকার সর্ব স্তরের মানুষের কল্যাণে সরকারি নিয়ম নীতির মধ্য থেকে নিরলস কাজ করে যাচ্ছি। আমি সবার সহযোগিতা কামনা করি।

                                                                                                                                         

শেখ মেহেদী ইসলাম

উপজেলা নির্বাহী অফিসার

শৈলকুপা, ঝিনাইদহ