Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রন্থাগার

শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরি: শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরিটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি শৈলকুপার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘদিন থেকে লাইব্রেরিটি শৈলকুপার মানুষের জন্য জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে। লাইব্রেরিটিতে ৩০০০০ এরও বেশি প্রস্তক রয়েছে। প্রতিদিন বিকাল ৩.০০ ঘটিকা হতে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত লাইব্রেরিটি সকলের জন্য উন্মুক্ত থাকে। শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে। উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে এ লাইব্রেরির সভাপতি। লাইব্রেরির বর্তমান সাধারণ সম্পাদক জনাব স্বপন কুমার বাগচী। অত্র লাইব্রেরিটি শৈলকুপা থানা রোডে অবস্থিত।

এনএম খান পাবলিক লাইব্রেরি ও ভিলেজ হল: ১৯৩৬ সালে এনএম খান পাবলিক লাইব্রেরি ও ভিলেজ হলটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন আইসিএস অফিসার বৃহত্তর যশোর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জনাব নিয়াজি মোহাম্মদ খান (সংক্ষেপে এনএম খান) কাঁচেরকোল সফরে এসে লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য ২০০০ টাকা অনুদান প্রদান করেন। এই টাকা দিয়ে পরে ১৯৪২ সালে তখন ঐতিহাসিক লাইব্রেরি ভবনটি নির্মাণ করা হয়। এ কারণে তাঁর নামে নামকরণ করা হয় এনএম খান পাবলিক লাইব্রেরি এন্ড ভিলেজ হল। লাইব্রেরির সংগ্রহে প্রচুর দুর্লভ বই ছিল। ব্রিটিশ আমলে কলকাতা থেকে দৈনিক পত্রিকা এ লাইব্রেরিতে অসতো। মুসলমান অধ্যুষিত শিক্ষায় পশ্চাদপদ এ এলাকায় জ্ঞানের আলো বিস্তারে লাইব্রেরিটি বিশেষ ভূমিকা রাখে। এখানে নবীন প্রবীণ সব ধরনের পাঠক বই ও খবরের কাগজ পড়ার জন্য আসতেন। এখনও লাইব্রেরিটি এ অঞ্চলের মানুষের মাঝে জ্ঞানের প্রদীপ ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখছে।