Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভেঙ্গে যাওয়া সংসার, অতপর সুখে-শান্তিতে বসবাসের অঙ্গিকার
ছবি
ডাউনলোড

৪ বছরের সংসার। কোলে ফুটফুটে কন্যা সন্তান। স্বামী-স্ত্রী দ্বন্দ্ব, শশুর-জামাই দ্বন্দ্ব ও শুশুর-বাবা নানামুখী দ্বন্দ্বে ভেঙ্গেই গিয়েছিল পিংকি খাতুনের সংসার। স্ত্রী ৬ মাস আগে স্বামীর হাতে মারধরের শিকার হয়ে কাঁচেরকোল বাবার বাড়ী চলে আসেন। এরপর দ্বন্দ্বের মাত্রা আরো তীব্র হয়। অপরদিকে ছেলের বাবা ও মেয়ের বাবার মধ্যে টাকা দেনা-পাওয়া নিয়েও দুই পরিবারের মাঝে চরম দ্বন্দ্ব তৈরি হয়। ফলে স্বামী কাজি অফিসের মাধ্যমে তালাকনামা পাঠিয়ে দেয় স্ত্রীর ঠিকানায়। স্ত্রী তালাকনামা গ্রহণ না করে আমার বরাবর অভিযোগ দায়ের করেন। আজ শুনানী অনুষ্ঠিত হয়। প্রায় ৩ ঘন্টা শুনানী শেষে আলোর মুখ দেখে সুখের সংসার তৈরির প্রচেষ্টা। স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব ও শশুর-বাবার দ্বন্দ্ব নিষ্পত্তি করে দেওয়া হয়। সালিশে উভয় পক্ষই খুশি হয়। আজ উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে অত্র সালিশ কার্য সম্পন্ন হয়। শুনানীতে স্বামী-স্ত্রী, উভয়ের পিতা, দুই পক্ষের সাক্ষীবৃন্দ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন। শর্ত সাপেক্ষে প্রস্তুতকৃত সালিশনামায় উভয় পক্ষ এবং উপস্থিত সাক্ষীগণ স্বাক্ষর করেণ। শুনানী শেষে স্বামী আজ তার স্ত্রী-সন্তানকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। উল্লেখ্য, স্বামীর বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মোহনপুর গ্রামে।

ভেঙ্গে যাওয়া সংসার মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পেরে কি যে এক প্রশান্তি অনুভব করছি!!! দোয়া করি সুখ-শান্তিতে ভরে উঠুক তাদের জীবন।