ওরা ১৯জন ক্ষুদে বিজ্ঞানী। আগামীর আইনস্টাইন/স্টিফেন হকিংস/স্টিভ জবস।
প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠা করেছে বিজ্ঞান ক্লাব। তৈরি করেছে লাইন ফ্লোইং রোবট, রোবোটিক হুইল চেয়ার। লাইন ফ্লোইং রোবট ইতোমধ্যে ঝিনাইদহ স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। যার মূল উদ্যোক্তা ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী হৃদয় হোসেন। বিজ্ঞান ক্লাবের ১৯ সদস্যের ৫ জন পড়ালেখা করে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট এ। অন্য ১৪ জন সদস্য উপজেলার বিভিন্ন স্কুল কলেজে পড়ালেখা করে। পুরাতন বাখরবা গ্রামে আজ এই বিজ্ঞান ক্লাবটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিভূত হয়েছি। অনেক গ্রামের যুব সমাজ যেখানে মাদকের ভয়াল থাবার শিকার হচ্ছে, সেখানে পুরাতন বাখরবা পশ্চিমপাড়ার যুব সমাজ বিজ্ঞান চর্চা করছে। এগিয়ে যাও তোমরা, যেতে হবে বহুদূর।
আরো বিস্তারিত জানতে নিম্নোক্ত লিংক দেখুন- https://www.facebook.com/uno.shailkupa.54/posts/212711632800594
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS